ছাত্র শিক্ষকের জোকস, monirbdngc

ছাত্র শিক্ষকের জোকস



১.

শিক্ষক :- বলতো ’সামথিং ইজ বেটার দান নাথিং ’এর অর্থ কি?

 ছাত্র :- স্যার! সামসুদ্দিনের বেটার নাতিন।





২.

শিক্ষক: কে ''I lovE YOu'' আবিঙ্কার করেছে ??

ছাত্র.: CHina কোমপানী|

শিক্ষক: (অবাক হয়ে)

কীভাবে বুঝলে বাবা??

ছাত্র: এর কোন GUARAntee নাই QUAlity ও নাই....|

....

....

....

টিকলে সারাজীবন টিকে না টিকলে ২ দিন ও টিকে না.......





৩.

শিক্ষক:চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে?

ছাত্র:চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে।







৪.

ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন,

শিক্ষকঃ বলতো বল্টু সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?

বল্টুঃ হাতি স্যার!

শিক্ষকঃ কেন?

বল্টুঃ দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে





৫.



একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তার ছাত্রকে, ‘বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?’

ছাত্র মাথা চুলকে বলল, ‘স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!’







৬.

শিক্ষক: যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো। (সকল ছাত্র বসলেও একজন দাড়িয়ে আছে)

শিক্ষক: কিরে, তুই গাধা নাকি নির্বোধ?

ছাত্র: না স্যার, আপনি একা দাড়িয়ে আছেন এটা ভাল দেখাচ্ছেনা, তাই...







৭.

শিক্ষকঃ আচ্ছা সুমন বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হল তখন কী হবে?

সুমনঃ যে দিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে।

শিক্ষকঃ গুড।

এ সময় ক্লাসের আরিফ হাত তুলল।

শিক্ষকঃ তুমি কী বলতে চাও?

আরিফঃ স্যার, ডিমটা পড়বে না, শূণ্যে ভেসে থাকবে।

শিক্ষকঃ মানে?

আরিফঃ এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো, তাই।







৮.

শিক্ষক ঃ কি রে মন খারাপ কেনো?

ছাত্র ঃ কৈ না তো সার

শিক্ষক ঃ আরে লজ্জা পাস না,বন্ধু ভেবে বলে ফেল



ছাত্র ঃ আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালবাসে না!!!

.

.

শিক্ষক বেহুশ









৯.

শিক্ষক ক্লাশে পড়াচ্ছেন...এক ছাত্র হঠাৎ দাড়িয়ে বলল..

ছাত্র : স্যার স্যার....মুতব!

স্যার : যা,তাড়াতাড়ি আসবি...যত্তসব।

একটু পর আবার অন্য একজন ছাত্র দাড়িয়ে বলল...

ছাত্র : স্যার..... মুতব!!

স্যার রেগে গিয়ে :এই, তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না?'

ছাত্র : না স্যার,আপনার বের হয় ?'









১০.

শিক্ষক ছাত্র-ছাত্রীদের ¬ বলছেন কে কি হতে চায় ভবিষ্যতে-

রানা : আমি পাইলট হতে চাই।

সুমিত : আমি ডাক্তার হতে চাই।

লিজা : আমি একজন ভালো মা হতে চাই।

রোকন : আমি লিজাকে সাহায্য করতে চাই।!







১১.

শিক্ষক ও ছাত্রের কথোপকথন→→↓

শিক্ষক : তুমি কি বলবে Dialog নাকি Paragraph?

ছাত্র : Dialog বলব Sir.

শিক্ষক : ঠিক আছে বলো।

ছাত্র : শালা মারব এখানে লাশ পড়বে শসানে!!

শিক্ষক : কি!

ছাত্র : আমি তোর বাপ ফাটাকেষ্ট!







১২.

ছাত্র-শিক্ষক!!!

Sir : যদি এমন একটা সময় আসে আগুন জ্বালানোর কিছুই না পাওয়া যায় তখন কিভাবে আগুন জ্বালাবে??



বল্টু : স্যার এটাতো খুব সহজ !

Sir : কিভাবে!!?

বল্টু : স্যার চুলার মধ্যে রবি সিম দিয়া

বলব জলে উঠো আপন শক্তিতে!







১৩.

শিক্ষক আর ছাত্রের সাথে কথা হচ্ছে :

শিক্ষক :কিরে কাল না তোর পরিক্ষা।এখনো গুরা-গুরি করস!!!

ছাত্র :হ্যাঁ স্যার!!!কিন্তু একটা সমস্যা

শিক্ষক:কি সমস্যা বল???

ছাত্র :স্যার আমার বাল কেটে লাল করে দেন!!!

শিক্ষক:কি!!!!হারামজাদা রাখ তোর বাপের কাছে বলতেছি।

ছাত্র :আসলে স্যার আপনি যা ভাবছেন তা না!!

শিক্ষক:কি তাহলে???আমার সাথে ইয়ার্কি!!

ছাত্র :না স্যার.।আমার নাম করিম লাল।

কিন্তু admit এ ভুল করে করিম বাল লিখছেন।  

তাই বলছিলাম যদি বাল কেটে লাল করে দিতেন!!!!







১৪.

ছাত্র, ছাত্রী & শিক্ষক!!!

ক্লাসে স্যার ছাত্র ছাত্রীদের বললঃ একটা গান করোতো'

 ছাত্র ছাত্রীঃ ok স্যার ।

ছাত্রীঃ আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব ।

ছাত্রঃ তোরে আমি বিয়া করবো, কি করবে তোর বাপ ??

স্যারঃ It's 100% Love.. Love.. Love.







১৫.

শিক্ষক : তোমরা যদি কখনো দেখ কেউ পানিতে ডুবে যাচ্ছে,তখন সাথে সাথে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে।

তখন একথা শুনে এক..

ছাত্র বলল : স্যার আপনি যদি ডুবে যান তাহলে উদ্ধার করবো না।

শিক্ষক : কেন?আমি আবার কি অপরাধ করলাম!

ছাত্র : কারণ আপনার ছাদে তো মাল নেই।

শিক্ষক : কি বলতে চাস হারামজাদা?

ছাত্র : মানে,

আপনার মাথায় তো চুল নেই।







১৬.

দুই ছাত্র, মারামারি করছে

শিক্ষক: এইতোরা মারামারি করছ কেনো?

১ম ছাত্র: স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে কিস করেছে!

শিক্ষক:তোর গার্লফ্রেন্ডটা কে??

১ম ছাত্র: আপনার মেয়ে!

শিক্ষক: থামলি কেনো?মার শালাকে...







১৭.

দারূন শিক্ষক vs ছাত্র জোকস........

শিক্ষক: তুমি H.S.C এর পূর্ন মিনিং বলো।

ছাত্র: এতো এক্কেরে সোজা।H=হেডমাষ্টার,S= স্যান্ডেল,C= চুর।

শিক্ষক 'হারামজাদা শয়তান ছেলে'

ছাত্র: জ্বী স্যার, আপনেরটাও ঠিক আছে!!!

শিক্ষক:shokzzz___

ছাত্র:rokzzz___

[___লুল___]







১৮.

স্যার- ৫টি ফুলের নাম বলো?

ছাত্র- আপনার মেয়ে দেখতে বিউটিফুল_হাসলে লাগে ওয়ান্ডারফুল_ফিগারটা কিন্তু হাউসফুল_আমার নাম সাইফুল_আমার শশ্বুর আশরাফুল





১৮.

ছাত্র-শিক্ষক!!!

স্যারঃ বলতো ভালবাসার ওজন কত কেজি?

বল্টু : ৮০ কেজি স্যার।

স্যারঃ হা হা হা..... কিভাবে?

বল্টু :'ভালবাসা হচ্ছে ২টি মনের মিলন, আর আমরা জানি যে...১মন=৪০ কেজি

সুতারাং, ২মন=৪০+৪০কেজি=৮০ কেজি।' (প্রমাণিত)







১৯.

ছাত্র-শিক্ষক!!!

কলেজের স্যার বলল - খাতায় সবাই নিজের ভালবাসার মানুষটির নাম লিখ।

ছেলেরা ৫ সেকেন্ড এর মধ্যে খাতা জমা দিয়ে দিল কিন্তু........

মেয়েরা ৫ মিনিট পর বলল -

লুজ পেপার please.....!!

সবাই কি বুঝলেন …………







২০.

কে বেশি অলস

শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?

 ৪৯ জন ছাত্র হাত তুলল।

 স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন, ‘তুমি হাত তুলছ না কেন?’

ছাত্র জবাব দেয় স্যার, হাত তুলতে কষ্টহয়।













Comments

Post a Comment

Popular posts from this blog

অনার্স ২য় বর্ষে বই লিস্ট উদ্ভিদবিজ্ঞান বিভাগ,Hon's Botany 2nd year book list

"I LOVE YOU" একটি গাণিতিক সুত্র:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্স সম্পর্কে একটু ধারনাঃ Md Moniruzzaman orfezakir